কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মারা গেছেন সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। তারা গত পাঁচ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, রোববার মা-মেয়ে ছাড়া বাসায় আর কেউ ছিল না। রাত ১১টার দিকে নিহতের দুই ছেলে ফয়সাল ও আল-আমীন ঢাকা থেকে এসে মা ও বোনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি কক্ষে খাটের ওপর পৃথকভাবে মা ও মেয়ের মরদেহ দেখতে পাই। প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে।
নিহতের ছেলে এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন