বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে আইইউটির ফর্মুলা কার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির তৈরি ফর্মুলা কার। ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির তৈরি ফর্মুলা কার। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা কার চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।

একদল শিক্ষার্থী তিন বছরের পরিশ্রমের মাধ্যমে ফর্মুলা-স্টাইল কার তৈরি করেছে। আগামী মাসে তাদের নিজস্ব ডিজাইনে তৈরি এই গাড়িটি চীনে প্রতিযোগিতায় পাঠানো হবে। প্রতিযোগিতায় রাশিয়া, ইতালি, চীনসহ মোট ১৪টি দেশ অংশ নেবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতাটি আগামী ৮ থেকে ১২ অক্টোবর ২০২৫ তারিখে চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে অনুষ্ঠিত হবে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। ৭০ জন শিক্ষার্থীর তিন বছরের সাধনায় নির্মিত রেসিং কারটির ইঞ্জিন ব্যতীত সকল উপাদান বাংলাদেশের তৈরি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফর্মুলা-কারটিতে ব্যবহৃত হয়েছে কেটিএমের ৩৯০ সিসি ইঞ্জিন (৩২ কিলোওয়াট, ৩৫ নিউটন-মিটার টর্ক), স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসি, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। গাড়িটির দৈর্ঘ্য ৩,১৮১ মিলিমিটার, প্রস্থ ১,৪০৯ মিলিমিটার এবং উচ্চতা ১,০৩৯ মিলিমিটার।

আইইউটির মেকানিকাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ দলটি যাত্রা শুরু করেন ২০২১ সালে। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফর্মুলা ভারত ২০২৩ (কনসেপ্ট ক্লাস)-এ তারা ৩য় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল ২০২৪-এ ৭ম স্থান অর্জন করে।

শিক্ষার্থীরা জানান, ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতায় বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় প্রকৌশল প্রতিভাদের সমাগম ঘটবে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল তাদের নিজস্ব ডিজাইনে তৈরি ফর্মুলা-স্টাইল রেসিং কার প্রদর্শন করবে। প্রতিযোগিতায় দলগুলোকে মূল্যায়ন করা হবে দুটি ধাপে—স্থির ইভেন্ট (ডিজাইন, খরচ বিশ্লেষণ ও ব্যবসায়িক উপস্থাপনা) এবং গতিশীল ইভেন্ট (অ্যাক্সেলারেশন, স্কিড প্যাড, অটোক্রস ও এন্ডুরেন্স)।

বাংলাদেশের আইইউটিসহ বিশ্বের ৭০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রকল্পের অংশীদার হয়ে গর্বিত অটোমোবাইল সোসাইটির শিক্ষার্থীরা। ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ অংশগ্রহণ শুধু আইইউটির প্রকৌশল সক্ষমতাকেই বিশ্বমঞ্চে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মান, উদ্ভাবনী ধারণা এবং দলগত কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগও করে দেবে।

ফর্মুলা আইইউটি টিমে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল, আইপিই, সফটওয়্যার, ইলেকট্রিক্যাল, বিজনেস  অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের শিক্ষার্থীরা সমন্বিতভাবে কাজ করেছে। খরচ হয়েছে ১২ লাখ টাকা, যা শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে অর্থায়ন করা হয়েছে।

ফর্মুলা আইইউটির সিনিয়র রিসার্চার রিদোয়ান ইবনে সিদ্দিক বলেন, ‘এই অংশগ্রহণ আইইউটির জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের উপস্থাপনের সুযোগ এনে দেবে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং প্রকৌশল প্রতিযোগিতায় উৎকর্ষ ধরে রাখার ঐতিহ্যকে সুদৃঢ় করবে।’

শিক্ষার্থী ও টিম লিডার আনসানুল আমীন বলেন, ‘এবার আমরা প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছি ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএস চায়না), যা এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে অভিজ্ঞতা অর্জন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সেরা দলের মধ্যে অবস্থান নিশ্চিত করা। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক গাড়ি তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য।’

মেকানিকাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব বলেন, ‘শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছে। গাড়িটি এখন প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তারা দেশের বাইরে প্রতিযোগিতায় যাচ্ছে, যা শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়াবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরব বয়ে আনবে।’

Link copied!