পটুয়াখালীর রাঙ্গাবালীতে তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালীর তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় আনুমানিক ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (০৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে মৎস্য বিভাগ ও রাঙ্গাবালী থানা পুলিশ।
তারা তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় মা ইলিশ ধরা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে রাত-দিন নদী ও সাগর মোহনায় টহল জোরদার করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন