কুমিল্লার মনোহরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ঈদগাহের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন মনোহরগঞ্জ উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তানভীর মোটরসাইকেল নিয়ে লাকসাম যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর ঈদগাহের কাছে একটি শিশু হঠাৎ রাস্তা পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তানভীর। এতে গাড়িটি ঈদগাহের বাউন্ডারি দেওয়ালে ধাক্কা খেয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার গায়ে উঠে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ইদ্রিস মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই দিন বাদ আসর পারিবারিক কবরস্থানে তানভীরকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন