গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার জিরানী কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাশিমপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বেশির ভাগ দোকানের মালামাল ও পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা মো. মামুন জানান, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন