পায়রা বন্দর নগরী ও পর্যটনকেন্দ্র কুয়াকাটার উপকূলীয় অঞ্চলে পর্যটন ভিত্তিক শীর্ষক প্রকল্প এলাকায় বিমানবন্দরের স্থান চিহ্নিত করতে প্রাথমিক পরিদর্শন করেছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া এলাকায় এই পরিদর্শনে যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মো. জহিরুল ইসলাম। এসময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রাণালয়ের উপ সচিব, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিচালক এটিএম বিভাগ বেবিচক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশাসন পরিচালক (বেবিচক) মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই এলাকায় ৩ হাজার একর ভূমিতে বিমান বন্দর নির্মাণ হতে পারে। তাই প্রাথমিক ভাবে এই প্রকল্পের পরিদর্শন করা হয়েছে।