বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), ৩ নম্বর আসামি আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) এবং ৭ নম্বর আসামি কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)। তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— ২ নম্বর আসামি মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), ৪ নম্বর আসামি মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং ৯ নম্বর আসামি বটিয়াভাঙ্গা এলাকার বিশু আকন্দের ছেলে আশিক (২৮)।
রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি পিন্টু ওরফে মাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে বাকি দণ্ডপ্রাপ্তরা এখনও পলাতক।
চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) এবং মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিচার শিশু আইনে চলছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ নম্বর আসামি আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) আদালত থেকে খালাস পান।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নিহত তোজাম্মেল হকের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং বিচারককে ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটার বটিয়াভাঙ্গা এলাকায় স্থানীয় মৃত ওসমান মোল্লার ছেলে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫)-কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার প্রায় আট বছর পর এই আলোচিত মামলার রায় ঘোষণা হলো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন