ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবাগত ইউএনও ফাতেমা জান্নাত উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান এবং নিজ পরিচয় তুলে ধরেন। এরপর তিনি নান্দাইলের সার্বিক পরিবেশ, উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত জানতে চান।
ইউএনও বলেন, ‘আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে।’ তিনি বলেন, ‘নান্দাইলকে একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি, আমরা একসঙ্গে কাজ করে নান্দাইলের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারব।’
সভায় নান্দাইলের সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক দিক তুলে ধরে বক্তব্য রাখেন: সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, প্রবাল মজুমদার, জালাল উদ্দিন মণ্ডল, মোখলেছুর রহমান ও বিল্লাল হোসেন প্রমুখ।
সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন