শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বগুড়া প্রতিরিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৩১ পিএম

মরিচের চারা চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জেলসাদের

বগুড়া প্রতিরিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলে মরিচের চারাগাছ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জেলসাদ খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জেলসাদ বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর চরের মৃত বক্কর খাঁর ছেলে। এ ঘটনায় জেলসাদের ভাই হোসেন খান (২২), আরেক ভাই পেনসিল খানের ছেলে রঞ্জু খান (৩৫) এবং দেলোয়ার খান (৪০) গুরুতর আহত হন। অন্যদিকে প্রতিপক্ষের চানু খানের ছেলে মিজানুর খান (৪০) ও সোহেল খান (২২) আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুরে বোহাইল ইউনিয়নের নান্দিনার চর বাজারের পূর্ব পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, কয়েক মাস আগে জেলসাদ খানের হাইব্রিড মরিচের বীজতলা থেকে চারা চুরি করে নিজের জমিতে রোপণ করেন উত্তর শংকরপুর গ্রামের কালু খানের ছেলে জালাল খান। কিন্তু জালাল অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

বুধবার জেলসাদ পুনরায় জালালের জমিতে গিয়ে দেখেন, একই জমিতে দুই জাতের মরিচ গাছ হয়েছে। এতে তিনি চুরি নিশ্চিত বলে দাবি করে উচ্চবাচ্য শুরু করেন। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহতদের প্রথমে জামালপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জেলসাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেও অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!