ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বিএনপির নোমিনেশন প্রার্থীর গণসংযোগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সহসম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম হিটু, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, তোজাম্মেল হক, জাকারিয়া মিলন, সাইদুর রহমান এবং স্থানীয় নেতা আনিচুর রহমান আনিচ প্রমুখ।
সংযোগসভায় স্থানীয় জনতা প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে শক্তিশালী অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় দলের ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন