রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
ঘটনা ঘটে বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে। ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী এবং একই বিভাগের ২০২৩-২৪ সেশনের বকশী কাজলার একটি ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। তখন হেলমেট ও মাস্ক পরা ১০-১২ জন দুর্বৃত্ত রামদা, হাতুড়ি ও পিস্তল হাতে হামলা চালায়। ফারাবী ও বকশীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত শিক্ষার্থীদের স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।
বকশী জানান, মোটরসাইকেলে করে তাকে ঘোরানোর পর প্রায় ৩০ মিনিট পর ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু কেউ শনাক্ত করা যায়নি।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ কয়েকজন অতর্কিত হামলা চালায়। সবাই হেলমেট পরা থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, দুই শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এক জনি নামের ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন