ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাদিয়ারা গ্রামে তরিকুল (৩৫) নামে এক যুবক পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তরিকুল ওই গ্রামের আকমলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তরিকুল নেশার সঙ্গে জড়িত ছিল। তাকে এ বিষয়ে শাসন করা হলে সে পরিবারের ওপর অভিমান করে বুধবার গভীর রাতে নিজের শয়নকক্ষে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে।
হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন