আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন।
পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বড়াল ব্রিজ খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। এসময় নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে নানা স্লোগান দেন।
পথসভায় বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন যেহেতু কেন্দ্রীয় নেতা, তাকে বিভাগীয় শহরে মনোনয়ন দেওয়া হোক। আর পাবনা-৩ আসনে তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগী স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে।
তারা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার মধ্যে যেকোনো একজনকে প্রার্থী করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ মো. আবু সায়েম, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আকরাম আলী মাস্টার, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ প্রমুখ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন