সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৩ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারা দেশের অন্যান্য বিদ্যালয়ের মতো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে এই কর্মবিরতি পালন করেছেন তারা।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে প্রায় ৭৭৫ জন শিক্ষক এবং ৪২ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী রয়েছে।
আজ উপজেলার কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানন্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইলী মজনু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকেরা ক্লাস ছেড়ে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে, পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলের মাঠে খেলাধুলা ও ক্লাসরুমে হইহুল্লোড় করতে দেখা গেছে।
দেওয়ানগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম শেফা বলেছেন, ‘স্কুলে ক্লাস নেই, তাই মাঠে খেলাধুলা করছি।’
উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, ‘ক্লাস নেই, তাই বন্ধুদের সঙ্গে আনন্দ করছি।’
খড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব বলেন, ‘গ্রাজুয়েশন যোগ্যতা নিয়ে ১৩ গ্রেডে চাকরি প্রাথমিক শিক্ষকদের ছাড়া আর কোনো সরকারি চাকরিতে নেই। আমাদের তিন দফা দাবি মানা না হলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।’
দেওয়ানগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, ‘শিক্ষকদের দাবি আদায়ে কর্মবিরতি পালনের বিষয়টি জেনেছি। তবে আমি বিদ্যালয় পরিদর্শন করছি। বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কর্মবিরতির কারণে কোনো ক্লাস হচ্ছে না।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন