ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ট্রাক-শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর, সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০২:৩২ পিএম
সড়ক অবরোধ। ছবি - সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহরের রেলগেট এলাকায় ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন তারা। এতে পুরো শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, সানোয়ার হোসেন ছানু নামে এক বিএনপি নেতা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার বিচার চেয়ে দলীয় সিনিয়র নেতাদের কাছে গেলেও কোনো সুরাহা মেলেনি বলে দাবি করেন তারা।

শ্রমিকরা জানান, হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’