গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া হাজী হাছেন আলী কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া সাংবাদিক মালেকের বাড়ি মোড় এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর ওলামা দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আলাউদ্দিন আজাদ ও যুগ্মআহ্বায়ক মো. শিমুল মিয়ার সঞ্চালনায় এ আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ এসএম আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
এ ছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা মামুনুর রশিদ, শ্রীপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোখলেছ উদ্দিন কফিল, সদস্য সচিব নজরুল ইসলাম মৃধা, পৌর ওলামা দলের আহ্বায়ক ক্বারী ইব্রাহীম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর, শ্রমিক দল নেতা আহাদ উল্লাহ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ ও মো. রফিকুল ইসলাম।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন