বাগেরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতদের কাছ থেকে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এসকে সুমনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মো. হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মো. জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।
আটকদের এবং জব্দকৃত আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন