বরগুনার তালতলীতে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পারিবারিক মনোমালিন্যের রেশ ধরে এই আত্মহত্যা কারণ বলে জানা গেছে।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার সময় ঘটে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম একই এলাকার মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, গত আট মাস পূর্বে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম। বিয়ের পরে তাদের মধ্যে বৈবাহিক জীবনে মনোমালিন্য চলে আসছিল।
একপর্যায়ে মনোমালিন্য আরও বাড়লে ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এরপর চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারেনি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারের ফোনে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে গতকাল রাত ৮টার দিকে বিষপান করেন জহিরুল ইসলাম।
বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত্যু হয়।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন