রবিবার, ২৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৪:৪৫ পিএম

বরগুনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৪:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বরগুনার বামনা উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনোয়ার হোসেন রিপন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি  এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন রোববার (২৫ মে) দুপুরে তার মৃত্যু হয়।

নিহত আনোয়ার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লক্ষনা গ্রামের মতি সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, হোগলপাতি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আনোয়ার। এ সময় তাকে দেখে ফেলেন নৈশপ্রহরীরা। বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা জড়ো হন। এ সময় নিজেকে বাঁচাতে আনোয়ার তার পাইপগান থেকে সাধারণ জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে স্থানীয় সুমন জমাদ্দার তার বৈধ অস্ত্র দিয়ে আনোয়ারের পায়ে গুলি করেন।

এ সময় স্থানীয় উত্তেজিত জনতা আনোয়ারকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রোববার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বামনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।’

Link copied!