বরগুনার পাথরঘাটায় সাপ ধরতে গিয়ে লাল চাঁন (৬৫) নামে এক প্রবীণ সাপুড়ের মৃত্যু হয়েছে। তিনি প্রায় ৪০ বছর ধরে সাপ ধরা ও ঝাড়ফুঁকের কাজে নিয়োজিত ছিলেন এবং এলাকায় একজন অভিজ্ঞ ওঝা হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাল চাঁন পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত যোগেন্দ্র কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান জুয়েলের বাড়িতে সাপ ধরতে যান লাল চাঁন। সাপ ধরার সময় হঠাৎ তাকে দংশন করে একটি বিষধর সাপ। সঙ্গে সঙ্গে তাকে পাথরঘাটার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. গোলাম ছরোয়ার রুমি (বাচ্চু মেম্বার) বলেন, ‘লাল চাঁন বহু বছর ধরে সাপ ধরার কাজ করতেন। এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবার সাপের ছোবল থেকে আর বাঁচতে পারেননি।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন