বরগুনার পাথরঘাটা উপজেলায় চাষকৃত একটি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ঐ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারির নাম রাব্বি। সে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর কাঠালতলী গ্রামের আ. মালেকের ছেলে।
বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রাব্বির বাড়ি থেকে একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়। রাব্বি তার বাড়ির উঠানের একপাশে পলিথিন দিয়ে ঢেকে গাছটি চাষ করছিল।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. একরাম হোসেন বলেন, গাঁজা গাছসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
বরগুনায় মাদক অভিযান পরিচালনা সফল করতে সকলকে তথ্য সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন