বরগুনার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের কোরাল মাছ। মাছটি বরগুনা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বরগুনার নদীর কোরাল মাছের দেশজুড়ে কদর রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার সময় জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বরগুনা মাছ বাজারে স্হানীয় আড়তদার জাফর খোলা ডাকে ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করে।
বরগুনা মাছ বাজারের স্হানীয় পাইকার শাহআলম মাছটি বিক্রির জন্য দাম চেয়েছে ২৫ হাজার টাকা। তিনি বলেন, নদীর কোরাল মাছ খেতে অনেক স্বাদ। সন্ধ্যার মধ্যেই মাছটি বিক্রি হবে বলে জানান তিনি। এ মাছ কেনার অনেক ক্রেতাই বরগুনা আছে। এছাড়া এখানকার হোটেল মালিকরা কিনে বিক্রি করে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, সম্প্রতি সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে কোনো জেলে জাল পাততে পারেনি। এখন নদীতে পোনা সাইজের মাছ বেশি। এই মাছ খাবার জন্য রাক্ষুসে জাতের মাছ কোরাল, পাঙাশ জাতীয় বড় বড় মাছ বিচরণ করছে এবং ধরাও পড়ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন