ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনায় নবনিযুক্ত পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সঙ্গে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বরগুনায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি শহরে কিশোর গ্যাং, ইভটিজিং ও বাইকারদের বেপরোয়া ড্রাইভিং প্রতিরোধে বিশেষ নজরদারি ও সমন্বিত অভিযান চালানোর অনুরোধ জানানো হয়।

এ ছাড়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মামলাবাজ চক্রের কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন সাংবাদিকরা। তারা বলেন, এসব চক্র সাধারণ মানুষকে জিম্মি করে রাখে এবং সামাজিক স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করে।

সভায় সাংবাদিকরা নিজেদের পেশাগত কাজ, দায়িত্ব, নীতিমালা ও মাঠ পর্যায়ের অবস্থান সম্পর্কে পুলিশ প্রশাসনকে পরিষ্কার ধারণা প্রদান করেন এবং সহযোগিতার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ইব্রাহিমসহ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন: বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশীদ রিংকু, সাধারণ সম্পাদক মো. গোলাম হায়দার স্বপন, প্রিন্ট মিডিয়া ফোরামের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময়ের শেষ পর্যায়ে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘বরগুনাকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন সর্বশক্তি দিয়ে কাজ করবে। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে সাংবাদিকদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।’

সভায় বরগুনার সার্বিক আইন, শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং সমন্বিত কার্যক্রমের ওপর ফলপ্রসূ আলোচনা হয়।