বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:২২ পিএম

বরিশালে টিকটকে পরিচয়, নববধূকে নিয়ে পালানোর সময় আটক রবিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:২২ পিএম

আটক রবিন সরদার। ছবি- সংগৃহীত

আটক রবিন সরদার। ছবি- সংগৃহীত

বরিশালের মুলাদীতে নববধূকে সঙ্গে নিয়ে পালানোর সময় রবিন সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টায় উপজেলার কায়েতমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রবিন বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। বর্তমানে তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন।

তথ্য অনুযায়ী, ৩১ জুলাই রবিন টিকটকের মাধ্যমে চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের কালাম ওরফে কালু হাওলাদারের কন্যা তানজিলা আক্তারের সঙ্গে পরিচয় হয়। রবিন দাবি করেছেন, তানজিলা ‘মোবাইল ফোনে’ তাকে এলাকায় ডেকেছিলেন। তবে তানজিলা আক্তার এই দাবি ‘অস্বীকার’ করেছেন।

কায়েতমারা এলাকার গ্রাম পুলিশ আব্দুল মালেক জানান, তানজিলার বিয়ে গত ২৬ জুলাই হয়েছে। পাঁচ-ছয় দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয়রা তানজিলাকে একজন অচেনা যুবকের সঙ্গে দেখে তাদের আটক করেন।

আটকের পর রবিনের নাম পরিচয় জানা যায়। তিনি দাবি করেন, তানজিলা বিয়ের বিষয়টি গোপন রেখেই টিকটকে যোগাযোগ শুরু করেছিলেন। প্রায় ২০ দিন আগে তাদের মধ্যে পরিচয় হয় এবং মোবাইল ফোনে কথাবার্তা হয়।

কয়েক দিন ধরে তানজিলার ফোন বন্ধ থাকায় রবিন অন্য একটি নম্বর থেকে যোগাযোগ করেন। রবিন জানান, তানজিলা তাকে রাতে তার সঙ্গে পালানোর জন্য ডেকেছিলেন।

মঙ্গলবার দুপুরে রবিন সুনামগঞ্জ থেকে সরাসরি কায়েতমারায় পৌঁছান। দিনের বেলায় তানজিলা ব্যস্ততার অজুহাতে সময় কাটান এবং রাতের দিকে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয়দের হাতে তারা ধরা পড়েন।

চরকালেখান ইউপি সদস্য রাসেদ ব্যাপারী জানান, রাতে তাদের আটক করে অভিভাবকদের খবর দেওয়া হয়। মেয়েটিকে রাতেই তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিনকে স্থানীয় গ্রাম পুলিশের কাছে রাখা হয়েছে।

Link copied!