ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সাংবাদিকদের মিলনমেলা

বরিশাল ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:১১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুলিশ লাইন সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি উৎসবমুখর হয়ে ওঠে।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের সভাপতি হাসিবুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

পত্রিকাটির গত এক বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মুরাদ আহমেদ, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো চিফ খালিদ সাইফুল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা বিগত এক বছরে সংবাদমাধ্যমটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আগামীতে কলেবর বৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিভাগীয় শহর বরিশালে রূপালী বাংলাদেশের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেন: খ্যাতিমান কবি ও সাহিত্যিক হেনরী স্বপন, সিনিয়র সাংবাদিক ও বরিশালটাইমস অনলাইন নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক শাকিব বিপ্লব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, আমার দেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক সমকালের বরিশাল ব্যুরো চিফ সুমন চৌধুরী, দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রতিনিধি মাইনুল ইসলাম সবুজ, বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো চিফ সাইদ মেনন, বাংলাভিশন টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসান, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মর্তুজা জুয়েল, বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, দৈনিক যায়যায়দিনের বরিশাল ব্যুরো চিফ আরিফ হোসেন, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান, বাংলানিউজের প্রতিবেদক মুশফিক সৌরভ, স্টার নিউজের ব্যুরো চিফ সৈয়দ মেহেদী হাসান এবং স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল বাণীর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।

এ ছাড়াও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ এই দিনে রূপালী বাংলাদেশের বরিশাল কেন্দ্রীয় এই আয়োজনকে ব্যতিক্রম উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন সাংবাদিক নেতারা। তাদের বক্তব্য অনুযায়ী, সাধারণত সংবাদমাধ্যমের আয়োজনে প্রশাসনিক ও রাজনৈতিক নেতাকর্মীদের আধিক্য থাকলেও রূপালী বাংলাদেশ শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করেছে এবং সেখানে সাংবাদিক নেতাদের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রশংসনীয়।