ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বন্ধের ৩ দিন পর ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:৩১ পিএম
ছবি- সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে তিন দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

তিনি জানান, বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে ভোলার বিভিন্ন নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল ১০টা থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।

চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- হাতিয়া-ঢাকা, হাতিয়া-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-ঢাকা এবং লিশা-মজুচৌধুরী ঘাট হয়ে চলাচলকারী আরও কয়েকটি অভ্যন্তরীণ রুট।

ট্রাফিক কর্মকর্তা আরও বলেন, ‘নদী এখন শান্ত হলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্কভাবে চলাচলের অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, টানা তিন দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় এসব রুটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।