বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দুই জনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দুই জনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার বড়-আখিরা গ্রামের ইব্রাহীম প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (৪২) ও নওগাঁর পিরোজপুর পশ্চিমপাড়ার মৃত ওসমান গনি মল্লার ছেলে সোহেল রানা (৪৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ও ফেনসিডিল সেবন করার অপরাধে দুই মাদকসেবীকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ফিরোজ প্রামানিক ও সোহেল রানাকে ৪ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন