ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

বগুড়ায় মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৩:৩০ পিএম
গ্রেপ্তার হওয়া দুই মহিলা লীগ নেত্রী। ছবি- সংগৃহীত

বগুড়ায় মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ মে) রাতে শেরপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া (মধ্যপাড়া) এলাকার মোমেনা খাতুন (৫৩) ও ঘাসুরিয়া গ্রামের শিখা খাতুন (৪৭)।

মোমেনা খাতুন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে, শিখা খাতুন শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, মোমেনা খাতুনকে রাত ২টা ৪৫ মিনিটে এবং শিখা খাতুনকে রাত সাড়ে ৩টায় নারী কনস্টেবলের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।