শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:২৬ পিএম

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য, গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:২৬ পিএম

ধুনট থানা। ছবি- সংগৃহীত

ধুনট থানা। ছবি- সংগৃহীত

বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ সময় তাদেরকে বেদম মারধর করে আহত করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে। ঘটনার পর শিউলি বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ওইদিন বিকেলে গুয়াডহরী গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি অসীম (৩০)-কে গ্রেপ্তার করতে অভিযানে যান এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক। আসামিকে আটক করে হাতে হ্যান্ডকাফ পরানোর সময়, তার মা শিউলি বেগম লাঠি দিয়ে এএসআই আশরাফুলকে আঘাত করতে থাকেন। 

এরপর তিনি লাঠি ফেলে শাবল নিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেন, যা কনস্টেবল খালেক কেড়ে নেন। এ সময় আসামির স্ত্রী সোহানা খাতুন ঘরের ভেতর থেকে কাঁচি এনে এএসআই আশরাফুলের হাতে আঘাত করেন। 

পরে আসামি অসীম নিজেও পুলিশ সদস্যদের ওপর কিল-ঘুষি চালায় এবং তার মা ও স্ত্রী মিলে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই আসামি অসীম পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Shera Lather
Link copied!