বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সহসভাপতি অ্যাড. সাইফুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, শিবেন চন্দ্র দাস, রথীন্দ্রনাথ বসাক কালা, ছাত্রদল নেতা ফজলে রাব্বী ও নাঈম সরদার প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি নিজ তহবিল থেকে উপজেলার ৪৪টি পূজামণ্ডপের কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।