ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় লাঠির আঘাতে অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৫ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে গাড়ি পার্কিং ও তর্ক-বিতর্ককে কেন্দ্র করে এক লাঠির আঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সামান্য সংঘর্ষের জেরে ঘটে এ ঘটনা।

স্থানীয় সুত্রে জানা যায়, আউলিয়া বাজার উত্তর মোড় মাদ্রাসা রোড এলাকায় অটোরিকশা মোটরসাইকেলের মধ্যে হালকা ধাক্কা লাগলে আউলিয়া বাজার মুদি ব্যবসায়ী বিল্লাল মিয়ার সঙ্গে নিহত দেলোয়ারের বাগবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে মোটরসাইকেল চালক ছোট কাঠের লাঠি দিয়ে অটোরিকশাচালকের বাহু ও মাথায় আঘাত করেন। আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অটোরিকশা চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

নিহত অটোরিকশাচালকের বাড়ি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে। তিনি মৃত তোতা চৌকিদারের ছেলে দেলোয়ার। 

আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির আইসি মো. হাসিম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।’