চেলসির ৩-০ গোলে দাপুটে জয় দিয়ে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামলেও, ম্যাচ শেষে শুরু হয় চরম বিশৃঙ্খলা। ম্যাচ হেরে চেলসির খেলোয়াড় পেদ্রোকে মারলেন পিএসজি কোচ।
ম্যাচ শেষে চেলসির স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে ঘুষি মারেন প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কোচ লুইস এনরিকে। স্প্যানিশ কোচের হাত পেদ্রোর গলা ও মুখে লাগে, এবং তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার শুরু হয় ম্যাচ শেষে জিয়ানলুইজি ডোনারুম্মার ক্ষিপ্ত আচরণ দিয়ে। চেলসির তারকাদের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে তর্কে জড়ান ইতালিয়ান গোলরক্ষক। তার সামনেই পেছন থেকে এসে এনরিকে হঠাৎ পেদ্রোর গলায় আঘাত করেন।
এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে এসে পড়লে উত্তেজনা বাড়ার আগেই পিএসজি কোচিং স্টাফ এনরিকেকে দ্রুত সরিয়ে নিয়ে যান। কিন্তু ততক্ষণে ক্যামেরায় সবকিছু ধরা পড়ে গেছে।
ম্যাচের শেষ মিনিটগুলোতে পিএসজির আরেক তারকা আশরাফ হাকিমি হাতের ইশারায় চেলসির পেদ্রো ও আন্দ্রে সান্তোসকে কিছু বলতে দেখা যায়, যা নিয়েও মাঠে উত্তেজনা বাড়ে।
হাকিমির ইঙ্গিত ছিল—চেলসির খেলোয়াড়রা বেশি কথা বলছে।
তবে মাঠের খেলায় চেলসি ছিল একক আধিপত্যে। কোল পামারের দুর্দান্ত জোড়া গোল ও জোয়াও পেদ্রোর নিখুঁত ফিনিশে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে গোল না পেলেও পিএসজিকে কোনো সুযোগ দেয়নি এনজো মারোস্কার দল।
এই শিরোপা চেলসির চলতি মৌসুমে দ্বিতীয় সাফল্য—এর আগে তারা জিতেছিল উয়েফা কনফারেন্স লিগ।