ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মতলব উত্তরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৫০ পিএম
মতলব উত্তরে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মাতৃছায়া একতা সংঘ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, সাংবাদিক শামসুজ্জামান ডলার ও গোলাম নবী খোকন, সংগঠনের সদস্য হাসিনা আক্তার রুনা, ইসমাইল হোসেন সুমন এবং মরিয়ম আক্তার।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, বরং তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলি অর্জন করতে হবে। দেশপ্রেম, সততা ও নৈতিকতার মাধ্যমে আগামী দিনে নেতৃত্বে আসতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।