ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক পোস্টের জেরে চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:৫৬ পিএম
আহতরা হাসপাতালে চিকিৎসা। ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ‘বিকৃত ছবি’ ফেসবুকে শেয়ার করার জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের জামায়াত নেতা এবং পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন।

শুক্রবার সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপিপন্থিরা। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করে মাওলানা ইলিয়াস দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। এমনকি মসজিদ কমিটিও তাকে নিয়ে সকালে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও বলেন, এ সময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা চালানো হয়। তখন জামায়াত নেতাকর্মীরা প্রতিরোধে এগিয়ে গেলে তাদের ১০-১২ জন আহত হন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।