ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

শার্শায় সালিশে বিএনপির ৫ কর্মী আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:৫১ পিএম
শার্শা থানা। ছবি- সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সালিশে ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আহত আশিকুর রহমান বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন শার্শার কন্যাদহ গ্রামের শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০) ও ইমামুল হোসেন (৩৫)।

আসামিরা হলে শার্শার শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলী (৩২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেন কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫)। পরে তিনি হাত ইশারা করে অন্য এক পরিচিত ব্যক্তিকে ডাকেন। এতে ভুল বোঝাবুঝি হয়। ফেরার পথে তাকে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান।

ইকবাল হোসেন তার স্বজনদের ঘটনাটি জানালে তারা স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বারকে জানান। পরে তিনি মিমাংসার জন্য উভয় পক্ষকে বাড়িতে আসতে বলেন। বাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা বেড়ে যায়।

শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, ‘মারামারির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’