ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১০:১৫ এএম
প্রতীকী ছবি

চট্টগ্রামে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নগরের চান্দগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- বাসটির চালক সাতকানিয়া থানার উত্তর পুরানগড় গ্রামের শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার লোহাগাড়া থানার মাদবরপাড়া গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে মো. হানিফ (৩৬)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় হানিফ পরিবহনের একটি বাসে ১৪ বছর বয়সি ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। অন্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিলেও ওই কিশোরীকে আটকে রাখেন চালক, হেলপার ও সুপারভাইজর। গাড়িটি নিয়ে নগরের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন তারা।

পরে কিশোরীকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কান্নারত অবস্থায় দেখে ঘটনা জানতে চান। ঘটনা শুনে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘কিশোরীকে হাসপাতালে ভর্তির পর অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

ওসি আরও বলেন, ওই কিশোরীকে নির্দিষ্টস্থান চান্দগাঁও থানার মোড়ে নামিয়ে না দিয়ে সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তারা বাসটি টার্মিনালের দিকে নিয়ে যায়। এরপর বাসটি বিভিন্ন সড়কে ঘোরে। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজর মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীটির মাকে খবর দেওয়া হয়েছে। তিনি থানায় এলেই মামলা করা হবে।’