চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে দুইজন গুলিবিদ্ধ।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও ওএসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে দুর্বৃত্তরা তার নিজ ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (৯ মে) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জঙ্গল সলিমপুর এলাকায় একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু সমাবেশ চলাকালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে জামায়াত নেতা মো. আলী হোসেন ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হন এবং আরও আটজন নেতাকর্মী আহত হন। এছাড়া কয়েকজনকে সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কিন্তু আমাদের ওপর হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালায় ও গুলি ছোড়ে।’
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ নেতাকর্মীদের উদ্ধার করে। আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।