জার্মানির দক্ষিণাঞ্চলে একটি ট্রেনে যাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটছে। ‘বিপজ্জনক বস্তু’ দিয়ে এ হামলার ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটে ভিয়েনাগামী একটি আইসিই ট্রেনে এ ঘটনা ঘটে।
জার্মানির বায়ার্ন অঞ্চলের পুলিশ জানায়, হামলাকারী একজন যাত্রী। তিনি ট্রেনের ভেতরে কয়েকজনকে আঘাত করেন। আহত ব্যক্তিদের চোট গুরুতর না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।
জার্মান গণমাধ্যম দৈনিক বিল্ড জানিয়েছে, হামলায় ব্যবহৃত প্রধান অস্ত্র ছিল সম্ভবত একটি ‘কুঠার’। ঘটনার একপর্যায়ে কয়েক যাত্রী জরুরি ব্রেক টেনে ধরলে ট্রেনটি খোলা লাইনের মাঝখানে থেমে যায়।
জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ‘নৃশংস হামলায়’ অত্যন্ত হতবাক।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, আহত যাত্রীদের প্রতি আমাদের সহানুভূতি ও সমবেদনা রইল।
ট্রেনটি হামবুর্গ থেকে ছেড়ে ভিয়েনার দিকে যাচ্ছিল। পুলিশ এখনো হামলার কারণ বা হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। ঘটনার তদন্ত চলছে।