ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

পাবনায় দুই শিশু ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:০৪ পিএম
গ্রেপ্তারকৃত রনি। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রনি (৪০)।

শুক্রবার (৪ জুলাই) সকালে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাবনা ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১ জুলাই বিকাল ৩টার দিকে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার চার ও পাঁচ বছর বয়সী দুই শিশু একই এলাকার মুদি দোকানদার রনির দোকানে খাজা কিনতে যায়। এসময় রনি শিশুদেরকে খাজার প্রলোভন দেখিয়ে তার দোকান সংলগ্ন নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সে দুই শিশুকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়।

ধর্ষণের শিকার শিশুরা অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাদের অসুস্থতার কারণ জানতে চান। তখন শিশুরা পুরো ঘটনা খুলে বলে। এ ঘটনায় এক শিশুর নানি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর গত বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে র‌্যাব। রনি কাশিনাথপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ওরফে ব্যানার্জীর ছেলে।