ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম
নিহত যুবক রাসেল। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে মো. রাসেল (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলবেলা রাসেল মোবারক আলী টিলা এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ একদল সশস্ত্র সন্ত্রাসী এসে রাসেলকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর আহত রাসেলকে কাছের একটি ধানক্ষেতে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে শর্টগানের একাধিক গুলির চিহ্ন রয়েছে, পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতও পাওয়া গেছে। এলাকাটি জনবসতিপূর্ণ হলেও আশপাশের দোকানিদের কেউ কিছু বলতে চাইছে না।’

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।