চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার পরিকল্পনা নিয়েছি। একটি হবে কাস্টমস হাউস, যা অত্যন্ত নান্দনিক হবে। এর ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তারপরও আমরা প্রধান উপদেষ্টাকে এই ডিজাইনগুলো দেখাবো।
এ ছাড়া, একটি কাস্টমস অ্যাকাডেমি এবং একটি কর ভবন নির্মাণ করা হবে। কর ভবনটি আগ্রাবাদে নির্মিত হবে।’
আবদুর রহমান খান আরও বলেন, ‘যেহেতু নতুন কাস্টমস হাউস নির্মাণ করতে হলে পুরনো ভবনটি ভাঙতে হবে, তাই কাস্টমস হাউসের অস্থায়ী কার্যক্রম কোথায় চলবে, সেটি বিবেচনায় আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করেছি।
তিনি বলেন, ‘আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকা দেখেছি। আমাদের বেশিরভাগ ব্যবসায়ীও আগ্রাবাদ এলাকায় অবস্থান করেন। তাই যতদিন পর্যন্ত নির্মাণকাজ শেষ না হয়, ততদিন কাস্টমস হাউসের কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন