চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের মতো করে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ১২ তরুণ। পরিবার বলছে, এটি ছিল নিছক ‘ফানি কনটেন্ট’ বানানোর প্রচেষ্টা।
তবে পুলিশ জানিয়েছে, বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের কালা মিয়ার দোকান এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— সাইফুল ইসলাম (১৯), আবদুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা সবাই চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, তরুণেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো আচরণ করে ভিডিও বানাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড হয়নি বলে দাবি পুলিশের।
আটক জাহেদের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। কেউ রাজনৈতিক উদ্দেশ্যে কিছু করেনি। মনে হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশে খবর দিয়ে তাদের ফাঁসিয়েছে।’
জানা গেছে, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে মাঝেমধ্যে মজার ভিডিও প্রকাশ করেন তারা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।’

 
                             
                                    
-20250726125138.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন