চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামা ও তার দুই ভাগিনার মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর আকবর পাড়ার মো. আব্দুল সাত্তারের ছেলে আবদুর রশিদ মনির (৪২), বারদোনা মৌলভী পাড়ার ছিদ্দিক আহমদের ছেলে মুহাম্মদ মামুন (৪০) এবং মো. হুমায়ুন (৩৮)। সম্পর্কে তারা মামা ও ভাগিনা।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের বরাতে জানা গেছে, ‘মামুন ও হুমায়ুন তাদের ছোট বোনের বিয়ের সম্ভাব্য পাত্রের বাড়ি দেখতে মামা মনিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের লালারখিল এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পদুয়া এলাকায় পৌঁছালে অভ্যন্তরীণ সড়ক থেকে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তারা। তখনই বিপরীত দিক থেকে আসা একটি মহিষ বহনকারী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অন্তত আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম সাদেকুর রহমান বলেন, ‘নিহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলেও আগেই তাদের মৃত্যু হয়েছে।’
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ উদ্ধার ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
আপনার মতামত লিখুন :