চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় ওসি পদে রদবদল করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। এই আদেশ আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি।
সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়। অন্যদিকে, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বন্দর থানায়।
ওই আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন