ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

‘ভিক্ষুকের’ বাসা থেকে ৪ ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:০০ এএম
গ্রেপ্তার তসলিমা, ইনসেটে ভিক্ষুকের বাড়ি থেকে উদ্ধার করা নগদ টাকা ও সোনা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের বাড়ি থেকে চার ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ জানায়, তসলিমা নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও পেশাদার চোর। ভিক্ষার ছদ্মবেশে কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তিনি।

লোহাগাড়া থানার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা কক্সবাজারগামী বাসের জন্য লোহাগাড়া বাসস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে আসে। হঠাৎ তারা নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করলে খাদিজাতুল তা থামাতে এগিয়ে যান। সুযোগে তসলিমা তাঁর ব্যাগের চেইন খুলে দুই ভরি সোনা চুরি করে পালিয়ে যান।

খাদিজাতুল কোবরা পরদিন লোহাগাড়া থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।



লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, একটি স্বর্ণ চুরির মামলা তদন্ত করতে গিয়ে তসলিমার বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে চার ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়। মূলত তসলিমা ভিক্ষার আড়ালে চুরি করে থাকে।