বিএনপি ধ্বংসের মাস্টারপ্ল্যান হাতে নিয়েছেন আওয়ামী দোসর ও ইসকন সদস্য শ্যামল মাস্টার-এমন অভিযোগ তুলেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে হাইদগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
খোরশেদুল আলম বলেন, গায়েবী ও মিথ্যা মামলা দেওয়া আওয়ামী খাসলত। শ্যামল মাস্টার আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন। এমনকি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সঙ্গে কারাভোগ করেছিলেন, তাদেরও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।
তিনি জানান, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক শ্যামল মাস্টার ২১ আগস্ট বিদ্যালয়ে হামলার ঘটনার পর প্রথমে হামলাকারীদের চিনতে পারেননি বলে জানান। কিন্তু পরে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, পরিচালনা পরিষদের সভাপতি, দাতা সদস্য, মুক্তিযোদ্ধা এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষকের উপর হামলা নিন্দনীয়। তবে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে ফাঁসানোর চেষ্টা মেনে নেওয়া হবে না। মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হবো।
উল্লেখ্য, ২১ আগস্ট হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র উপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় ২৭ আগস্ট তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দিন, ওবায়দুল হক রিকু, মীর সাইফুর রহমান, ফোরকান বাবু, জাহেদ, আব্দুল কাদের, ওসমান ফারুক সানি, নাজিম উদ্দীন, মোহাম্মদ আইয়ুব আলী হিরো, মোহাম্মদ ইব্রাহীম, মহিউদ্দিন রানা, মোরশেদ আলম ইমন, মোহাম্মদ জামাল উদ্দীন প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন