ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে প্রকাশ্যে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
নিহত বিএনপিকর্মী মোহাম্মদ আবদুল হাকিম। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে থানার মদুনাঘাট ব্রিজ এলাকায় হাটহাজারী সড়কের মদুনাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের মালিক ও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খামার থেকে নিজ গাড়িতে বাড়ি ফেরার পথে মদুনাঘাট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়ির সামনে এসে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

ঘটনার পর পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে এবং এলাকায় টহল জোরদার করে। ঘটনাস্থলের কয়েকশ গজ দূরে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিককালে দলীয় কোন্দল ও ব্যবসায়িক বিরোধের কারণে আবদুল হাকিম হুমকি পেয়ে আসছিলেন। পুলিশ এখনো নিশ্চিত নয়, রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।



হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আবদুল হাকিম ও তার ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আবদুল হাকিমের মৃত্যু হয় এবং তার ড্রাইভার চিকিৎসাধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তার রাজনৈতিক, ব্যবসায়িক বিরোধ রয়েছে কি না সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। আশা করছি, অপরাধীরা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে।’