ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে: লুৎফুর রহমান কাজল

তাজুল ইসলাম পলাশ, কক্সবাজার
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৩:২১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাঁদের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। খুন, গুম, অনিয়ম, দূর্নীতির ফল আজ তাঁরা পেয়েছেন। যার কারনে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। দেশের মাটিতে তাঁর আর ঠাঁই হবেনা বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। 

বুধবার (১৪ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখনে। বলেন, ছাত্র জনতার নির্বিচারে ও গণহত্যার দায় তিনি এড়াতে পারে না। তাকে শীঘ্রই দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করনোর আহবান জানান। 

সভাপতির বক্তব্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পালিয়েও তার দোসরদের  উস্কে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। হাসিনার এই দুঃস্বপ্ন সফল হবেনা। তিনি আ.লীগকে নিষিদ্ধ করে  হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার দাবী করেন।

কর্মসূচি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমনের  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা সপ্না, সহ-সভাপতি সাবেক এমপি নুরুল বশর চৌধুরী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী রাশেদ মোহাম্মদ আলী, আব্দুল মাবুদ ও মোক্তার আহমদ, কক্সবাজার জেলাযুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সহ নেতৃবৃন্দ।