ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কারাগারের হত্যা মামলার আসামির সন্তান প্রসব

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১২:৫৬ এএম
মা ও নবজাতক। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা কারাগারে বন্দি হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান প্রসব হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে মা ও নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি জানান, ‘ওই নারী আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে হত্যা মামলায় কুমিল্লা কারাগারে পাঠানো হয়।’

জেল সুপার আরও বলেন, ‘প্রসব ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় জেলা কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিক অস্ত্রোপচারের অনুমতি দেয়।’

পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাতকের চিকিৎসা, খাবার এবং শিশুর পোশাকসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।