ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

সৈকতে নিখোঁজ চবি শিক্ষার্থী অরিত্রের সন্ধান মেলেনি চারদিনেও

​​​​​​​কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:২৫ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অরিত্র হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের এখনো সন্ধান মেলেনি। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও পরিবারের অপেক্ষা আর বন্ধুবান্ধবদের প্রহর এখনো শেষ হয়নি।

গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে হিমছড়ি সৈকতে গোসলে নামেন। প্রবল ঢেউয়ের তোড়ে তারা সাগরে তলিয়ে যান। পরে উদ্ধার করা হয় কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ। পরদিন (৯ জুলাই) বুধবার ভেসে ওঠে আসিফ আহমেদের মরদেহ।

তবে এখনো নিখোঁজ রয়েছেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ২২ বছর বয়সী অরিত্র হাসান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই তিন শিক্ষার্থীর মৃত্যু ও নিখোঁজের ঘটনায় শোকাচ্ছন্ন বিশ্ববিদ্যালয় পরিবার, সহপাঠী ও স্বজনেরা।

কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী মাহবুবুর রহমান জানান, শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে মহেশখালী চ্যানেল, সোনাদিয়া এবং পার্শ্ববর্তী এলাকাজুড়ে স্পিডবোট নিয়ে তল্লাশি চালানো হয়। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে জেলা প্রশাসনের বীচ কর্মী, লাইফগার্ড ও স্বেচ্ছাসেবক দল।

তিনি বলেন, ‘সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তারপরও আমাদের অভিযান থেমে নেই।’